কুষ্টিয়ার ভেড়ামারায় বিএডিসি কর্মকর্তার হাত কেটে দ্বিখণ্ডিত করেছে দূর্বৃত্তরা

 

ভেড়ামারা প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় কর্মরত বিএডিসি’র কর্মকর্তা নৃপুল কুমার নন্দীর হাত কেটে দ্বিখণ্ডিত করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত নৃপুল কুমার রাজবাড়ী জেলার খানখানাপুর গ্রামের নারায়ণ নন্দীর ছেলে।

পুলিশ জানিয়েছে, গত বুধবার অফিস শেষে ভেড়ামারা উপজেলায় কর্মরত উপসহকারী প্রকৌশলী (পাট ও বীজ) নৃপুল কুমার নন্দী ভেড়ামারা থেকে একটি মোটরসাইকেলযোগে কুষ্টিয়ার বাড়িতে ফিরছিলেন। রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-ইশ্বরদী মহাসড়কের ভেড়ামারার ১২ মাইল কোল্ডস্টোরের সামনে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ডান হাত কেটে দ্বিখণ্ডিত করে দেয়। নৃপুলের আত্মচিৎকারে স্থানীয়দের ছুটে আসতে দেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় নূপুল নন্দীকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এদিকে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করেছে। তবে কি কারণে দূর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়েছে তা জানা যায়নি। ভেড়ামারা থানার ওসি তাজুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে পূর্বশত্র“তার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।