মাথাভাঙ্গা মনিটর: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ২০০৯ সালে নোবেল শান্তি পুরস্কার দেয়ার জন্য অনুশোচনা করেছেন নোবেল কমিটির সাবেক একজন কর্মকর্তা। গায়ের লানডেস্টেড নামে শান্তি পুরস্কার কমিটির ওই সাবেক কর্মকর্তা তার আত্মজীবনীতে লিখেছেন, কমিটি ভেবেছিলো- এই পুরস্কার ওবামাকে আরো উজ্জীবিত করবে। যদিও তার এই পুরস্কার পাওয়া নিয়ে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রেই অনেক সমালোচনা হয়েছিলো। ওবামা নিজেও বলেছিলেন, তিনি এতে অবাক হয়েছেন। লানডেস্টেড আত্মজীবনীতে লিখেছেন, তার সর্মথকেরাও ভেবেছিলো এটা হয়তো কোনো ভুল হচ্ছে।