আয়কর নিয়ে মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা ভীতি দূর করতে মেলা হোক সহায়ক

আয়করে প্রবৃদ্ধি দেশ ও দশের সমৃদ্ধি স্লোগান নিয়ে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে আয়কর মেলা শুরু : চলবে ৪ দিন

 

স্টাফ রিপোর্টার/মেহেরপুর অফিস: ‘আয়করে প্রবৃদ্ধি, দেশ ও দশের সমৃদ্ধি’ এ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে আয়কর মেলা শুরু হয়েছে। কর অঞ্চল খুলনার আয়োজনে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা আয়কর কার্যালয়ে কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু। অপরদিকে মেহেরপুর গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে পৌর কমিউনিটি সেন্টারে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মেহেরপুর জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী।

চুয়াডাঙ্গা সহকারী কর কমিশনার খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদর প্রশাসক মাহফুজুর রহমান মনজু। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, জজকোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শামশুজ্জোহা, চুয়াডাঙ্গা চেম্বারের পরিচালক নাসির আহাদ জোয়ার্দ্দার ও সর্ব্বোচ করদাতা হারুন-অর-রশীদ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন- অ্যাড. আকসিজুল ইসলাম রতন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবু সাঈদ মেলা প্রাঙ্গণ এসে কার্যক্রম ঘুরে দেখেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু বলেন, কর প্রদানে সকলকে উদ্ধুদ্ধ করে রাজস্ব রাড়াতে হবে। আয়কর নিয়ে মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা আয়কর ভীতি দূর করতে এ ধরনের উদ্যোগ খুবই কাজে লাগে। মেলায় চুয়াডাঙ্গা জেলার করদাতাসহ ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গায় জেলায় চলতি অর্থবছরে ১৫ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত অর্থবছরে লক্ষ্যমাত্রা ছিলো ১৩ কোটি টাকা। আদায় হয়েছিলো ১৩ কোটি ৮৫ লাখ টাকা। জেলায় সাড়ে ৫ হাজার করদাতার ফাইল রয়েছে। মেলায় সোনালী ব্যাংক, সঞ্চয় অফিস ও কাস্টমসসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান মেলায় সেবা প্রদান করছে। মেলা আগামী ২০ সেপ্টেম্বর রোববার পর্যন্ত চলবে।

অপরদিকে করভীতি দূর করে করদাতা বৃদ্ধির মাধ্যমে জাতীয় অর্থনীতি আরো গতিশীল করার লক্ষ্যে মেহেরপুরে ৪ দিনব্যাপি আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে পৌর কমিউনিটি সেন্টারে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মেহেরপুর সহকারী কর কমিশনার অনিমেষ চন্দ্র দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী। তিনি বলেন, দীর্ঘদিন ধরে আয়কর নিয়ে আয়কর দিতে সামর্থদের মধ্যে ভীতি কাজ করে। এ ধরনের মেলা সেই ভীতি দূর করতে অবশ্যই সহায়ক হচ্ছে। আয়োজকদের আরো আন্তরিকতার মাধ্যমে ভীতি দূর হোক। এছাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান, জেলা আয়কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. ইব্রাহিম শাহীন, জেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ মো. গোলাম রসুল, সহসভাপতি আলহাজ মো. আসকার আলী, জেলার সেরা করদাতা আব্দুল হান্নান প্রমুখ। ২০১৪-২০১৫ অর্থবছরে জেলার সেরা করদাতারা হলেন- ঠিকাদার আব্দুল হান্নান, ঠিকাদার আব্দুস সামাদ বাবলু বিশ্বাস ও ঠিকাদার নাদিম ইকবাল এবং দীর্ঘ মেয়াদী করদাতা মিষ্টি ব্যবসায়ী গিয়াসউদ্দিন ও সার ব্যবসায়ী মোয়াজ্জোম হোসেন।

Leave a comment