চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড় ও ভালাইপুর মোড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালত
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় অবৈধ বিদ্যুত সংযোগরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা খানম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পিডিবি’র সহকারী প্রকৌশলী আহসান হাবিবের সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত দু গ্রাহককে অবৈধভাবে বিদ্যুত সংযোগ নেয়ার জন্য জরিমানা করেন।
আদালতসূত্রে জানা গেছে, অবৈধভাবে বিদ্যুত সংযোগ নেয়ার কারণে কোর্টপাড়ার দেওয়ান মুনজুর হাসানকে বিদ্যুত আইন ১৯১০ এর ৩৯/৫০ এর (ক) ধারায় ২ হাজার ও দৌলাতদিয়াড়ের কাশেমকে ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। একই সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসফিকুল আলম হালিম দোকানে প্রকাশ্যে ধূমপানের বিজ্ঞাপন প্রচারের কারণে কোর্টপাড়ার আলমগীরকে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০০৫ (সংশোধনী ২০১৩)’র ৫ এর (খ) ধারায় ২ হাজার টাকা জরিমানা করেন।
এছাড়া বেলা দেড়টার দিকে ভালাইপুর মোড়ে অবৈধযান তৈরির কারখানায় বিআরটিএ অফিসার ফয়েজ আহমেদের সহযোগিতায় অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধযান করিমন, নসিমন ও আলমসাধু তৈরির কারখানার মালিক সাইফুল ইসলামকে ১৯৮৩ এর ১৫১ ধারায় ৫ হাজার, আদম আলীকে ৫শ, ফিল্টুকে ২ হাজার ও সখাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় বলে ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা যায়।