হিজলগাড়িতে ধরে পিটুনির পর পুলিশে দেয়া দুজনকে ছেড়ে দিয়েছে পুলিশ

 

স্টাফ রিপোর্টার: দর্শনা কলেজপাড়ার রবিউল কবীর পল্লব ও পিএনজি কোম্পানির বিক্রয় প্রতিনিধি সাহেদ আহম্মেদকে ছেড়ে দিয়েছে পুলিশ। গতপরশু এদেরকে হিজলগাড়ির জনগণ ধরে পিটুনির পর পুলিশে দেয়। পুলিশ এদের ব্যাগ তল্লাশি করে উদ্ধার করে এক বোতল ফেনসিডিল। সূত্র বলেছে, গতপরশু রাতেই দুজনকে সদর থানা থেকে ছেড়ে দেয়া হয়। কেন?

রবিউল কবীর পল্লব উপসহকারী কৃষি কর্মকর্তা। তার সাথে ছিলেন সাহেদ আহম্মেদ। গতপরশু মোটরসাইকেলযোগে ছোটার সময় নানা ঘটনার জন্ম দেয়। সন্দেহ দানা বাধে। হিজলগাড়ির জনগণ ধরে পুলিশে দেয়। ফেনসিডিল উদ্ধার হলে রহস্যঘণীভূত হয়ে ওঠে। হিজলগাড়ি ফাঁড়ি পুলিশ সদর থানায় দুজনকে হস্তান্তর করার পর রাতে ছেড়ে দেয়ায় নানা প্রশ্ন দানা বাধে। তবে সদর থানার অফিসার ইনচার্জ বলেছেন, সন্দেহবশে দুজনকে ধরে জনগণ যখন মারধর করে, তখন কেউ ওদের ব্যাগে শত্রুতামূলক ফেনসিডিল দিয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ কারণেই ছেড়ে দেয়া হয়েছে।

Leave a comment