হাসপাতাল থেকে প্রসূতি রোগী নার্সিং হোমে অস্ত্রোপচার : মিললো মৃত সন্তান

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন প্রসূতি রোগীকে নিরাময় ক্লিনিকে নিয়ে অস্ত্রোপচারের পর মৃত সন্তান ভূমিষ্ঠ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে অস্ত্রোপচার করা হয়। অভিযোগ রয়েছে এনেসথেসিয়া চিকিৎসক ছাড়াই অপারেশন করা হয়েছে। তাছাড়া পরীক্ষা-নিরীক্ষা না করার কারণে নবজাতকের মৃত্যু হয়েছে। নিরাময় নার্সিং হোমের পক্ষে অবশ্য অভিযোগ অস্বীকার করা হয়েছে। সদর হাসপাতাল থেকে কেন নার্সিং হোমে নিতে হয়েছে রোগী? রোগীর লোকজন বলেছেন, হাসপাতালে রোগী যখন প্রসব যন্ত্রণায় কাতরাছিলো তখন বার বার নার্সদের ডেকেও পাওয়া যায়নি। এ কারণেই ক্লিনিকে নিতে হয়। নার্সিং হোমে ডা. আব্দুল্লাহ আল মামুন অস্ত্রোপোচার করেন। প্রসূতি রোগী রুম্পা এসব তথ্য দিয়ে অভিযোগ করেন। তিনি আলমডাঙ্গা মাজহাদের সবুজের স্ত্রী।

Leave a comment