মোমিনপুর ইউপি সদস্য আজিজুল হক গ্রেফতার : আদালতে সোপর্দ

মানবপাচারের অভিযোগে মামলা : চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অভিযান

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা মোমিনপুর ইউপির ৬ নং ওয়ার্ড সদস্য আজিজুল হককে (৫০) গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গতপরশু বুধবার রাত ২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ বলেছে, মানবপাচার মামলায় গ্রেফতার করে গতকাল বৃহস্পতিবার তাকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়।

পুলিশসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুর ইউপির ৬ নং ওয়ার্ড সদস্য আজিজুল হক একজন এজহারনামীয় আসামি। চুয়াডাঙ্গা সদর থানায় মানবপাচারের অপরাধে তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। সে নিজ বাড়িতে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। আজিজুল হক টেংরামারী গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল্লাহ আল মামুন জানান, ইউপি সদস্য আজিজুল হক একজন মানবপাচারকারী হিসেবে চিহ্নিত হয়ে উঠেছেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশে কাজ দেয়ার নাম করে এলাকার অনেক মানুষকে পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে।

Leave a comment