জীবননগর ব্যুরো/দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার ঐতিহ্যবাহী বিল দলকায় সরকারিভাবে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। অপরদিকে গতকালই জীবননগরের মুক্ত জলাশয়ে বিল নার্সারি ও মাছের পোনা অবমুক্ত প্রকল্পর আওতায় মারুফদহ বাঁওড়ে পোনা অবমুক্ত করা হয়।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিল দলকায় মাছের পোনা অবমুক্ত করেন। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, চুয়াডাঙ্গা জেলা মৎস্য অফিসার ফজলুল হক, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, উপসহকারী প্রকৌশলী নুরুজ্জামান, ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, বিলের ইজারাদার মিজানুর রহমান লিটন, ক্যাম্প ইনচার্জ আলতাফ হোসেন, বিল ব্যবস্থাপনা কমিটির সদস্য শুকুর আলী, মফিজুল, রবিউল, ইমদাদুল, বেল্টু, আসাদুজ্জামান, আমির মোল্লা, শহর আলী, মোক্তার, মঙ্গল, আ. সাত্তার, ওহাব, ইউপি সদস্য আ. হামিদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা ছাত্রলীগ নেতা আলমগীর হোসেন।
এদিকে উন্মুক্ত জলাশয়ে বিল নার্সারি স্থাপন ও পোনামাছ অবমুক্তকরণ প্রকল্পের আওতায় গত বুধবার মারুফদহ বাঁওড়ে রুই জাতীয় পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। জীবননগর উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে মারুফদহ বাঁওড়ে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে পোনামাছ অবমুক্ত করেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ফরহাদুর রেজা, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জোত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বাঁওড়ের সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।