পিয়নের চাকরি পেতে ২৫৫ পিএইচডিধারীর আবেদন!

 

মাথাভাঙ্গা মনিটর: ভারতের উত্তর প্রদেশের সচিবালয়ে পিয়নের পদের জন্য ২৩ লাখ আবেদন জমা পরেছে। ৩৬৮টি পদের জন্য প্রতিযোগিতা করবেন পিএইচডি ডিক্রি ধারীসহ ইঞ্জিনিয়ারও। এই পদের জন্য যোগ্যতা নির্ধারণ করা হয়েছিলো পঞ্চম শ্রেণি পাস। সাথে হতে হবে বাইসাইকেল চালাতে পারদর্শী। নারী ও প্রতিবন্ধী আবেদনকারীদের জন্য দ্বিতীয় যোগ্যতাটি বাধ্যতামূলক নয়। কিন্তু এই পদের জন্য যারা আবেদন করেছেন তাদের মধ্যে ২৫৫ জন পিএইচডি ডিগ্রিধারী, এক লাখ ৫২ হাজার গ্রাজুয়েট এবং ৮৪ জন তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছে। আবার এদের মধ্যে তিন হাজারের বেশি আবেদনকারী রয়েছেন, যারা দশম শ্রেণিতে ৮৫ শতাংশ নম্বর নিয়ে পাস করেন। ১৬ হাজার টাকার মাসিক বেতনের এ চাকরির সার্কুলারটি আগস্টে দেয়া হয়।

Leave a comment