জেলা যুবলীগের আহ্বায়ক কমিটিকে অবৈধ ও অসাংবিধানিক দাবি করে তা বাতিলের দাবিতে আলমডাঙ্গায় বিক্ষোভ

আলমডাঙ্গা ব্যুরো: সদ্য কেন্দ্র ঘোষিত চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটিকে অবৈধ ও অসাংবিধানিক দাবি করে অবিলম্বে তা বাতিলের দাবিতে আলমডাঙ্গা শহরে যুবলীগ ও ছাত্রলীগের উদ্দোগে বিক্ষোভ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পুরাতন বাসস্টান্ড শহীদ স্মৃতিস্তম্ভ থেকে বিক্ষোভ ৱ্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোনাহারের সভাপতিত্বে ও ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন যুবলীগ নেতা মতিউর রহমান ফারুক, সাইফুর রহমান পিন্টু, মিজানুর রহমান মিজান, পৌর যুবলীগের সদস্য আশাদুল হক ডিটু, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, কলেজ ছাত্রলীগের সম্পাদক সেলিম রেজা তপন, উপজেলা ছাত্রলীগের যুগ্মসম্পাদক তানিম, পৌর ছাত্রলীগের সম্পাদক তমাল। উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা পিয়ার মোহাম্মদ কচি, আলিম, রশিদ, টিটু, খয়বার, যুবলীগের বাপ্পি, শুভ, আবজাল, মিন্টু, আলমগীর, রায়হান, আনিস, হাসেম, পলাশ, মনিরুল, শিবলী, মানুয়ার, মারুফ, রাজু, ছাত্রলীগের ইসানুর কবীর, সোহাগ, কাফি, হাসান, মুকুট, অভি, দিগন্ত, রুবেল, আলামীন, বাপ্পি, কিবরিয়া প্রমুখ।

Leave a comment