চুয়াডাঙ্গার শৈলগাড়ি গ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

 

স্টাফ রিপোর্টার: বাড়ির পাশের গর্তের পানিতে পড়ে দু বছরের রিয়াজ মারা গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গার শৈলগাড়ি দক্ষিণপাড়ায়। স্থানীয়রা বলেছে, পানির গ্লাস হাতে নিয়ে খেলতে গিয়ে বড়দের অগোচরে বাড়ির পাশের গর্তে পড়ে পানিতে ডুবে মারা যায। ওর বড় ভাই ৭ বছর বয়সী মিরাজ দেখে চিৎকার দিয়ে উদ্ধার করতে নামে। চিৎকারে প্রতিবেশীরা ছুটে গিয়ে শিশু রিয়াজের মৃতদেহ উদ্ধার করে। পানি থেকে টেনে তোলে মিরাজকে।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুর ইউনিয়নের শৈলগাড়ি দক্ষিণপাড়ার রফিকুল ইসলামের দু ছেলে। বড় ছেলে মিরাজ গতকাল সকালে যায় মাঠে। ছোট ছেলে দু বছর বয়সী রিয়াজ বাড়ির উঠোনে খেলতে থাকে। এদের মা গরুর শানি দেয়া নিয়ে ব্যস্ত ছিলেন দুপুরে। সকলের অগোচরে বাড়ির পাশের গর্তে পড়ে মারা যায় রিয়াজ। মাঠ থেকে ফেরার সময় মিরাজ তার ভাইকে পানিতে ভাসতে দেখে চিৎকার দিয়ে পানিতে লাফিয়ে পড়ে। বড়রা ছুটে গিয়ে রিয়াজের মৃতদেহ উদ্ধার করে। মায়ের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। গতকালই নিজ গ্রামে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।

Leave a comment