কাজের মধ্যদিয়ে মানুষের অন্তরে ঠাঁই করে নেয়ার তাগিদ
আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় উপজেলা যুবলীগের সাথে জেলা যুবলীগের নবগঠিত আহ্বায়ক কমিটির মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। আলমডাঙ্গা ডিগ্রি কলেজ চত্বরে অনুষ্ঠিত মতবিনিময়সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু।
প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমাদের নবগঠিত যুবলীগের কমিটিকে তৃণমূল পর্যায়েও শক্তিশালী করতে হবে। তৃণমূল পর্যায়ের মানুষের অন্তরে ঠাঁই করে নিতে হবে। তাদের অন্তরকে জয় করতে হবে। তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা এই কমিটি উপহার দিয়ে বলেছিলেন, তোমরা কাজ করো- আমি চুয়াডাঙ্গার যুবলীগকে সুসংগঠিত দেখতে চাই। কেন্দ্রীয় যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদক যখন এ কমিটির কাগজ আমার হাতে দিলেন, তখন বললেন আমাদের বিশ্বাস যুবলীগই পারবে জননেত্রী শেখ হাসিনার স্বপ্নকে বাস্তবায়ন করতে।
যুবলীগের জেলা আহ্বায়ক কমিটির সদস্য সাবেক কলেজ ছাত্রলীগ সভাপতি সোহেল রানা শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক জিল্লুর রহমান জিল্লু (চিৎলা ইউপি চেয়ারম্যান), জেলা আহ্বায়ক কমিটির সদস্য জিয়াউর রহমান জিয়া, হাফিজুর রহমান কালু, আবুল হোসেন মিলন, আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট ফিরোজ, আসাদুজ্জামান সবুজ, সাদেকুর রহমান পলাশ ও তরিকুল ইসলাম টুকুল। উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক সাজ্জাদুল ইসলাম স্বপনের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাসকররা ইউপির সাবেক চেয়ারম্যান উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাফসির আহমেদ লাল, আলমডাঙ্গা উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক সাবেক পৌর কমিশনার শাহীন রেজা, যুবলীগ নেতা সবুজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর শরিফুল ইসলাম রিফাত, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আলম হোসেন, ছাত্রলীগ নেতা মাসুদ সালেহীন, উপজেলা ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন পিন্টু, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাজী চন্দন, সহসভাপতি আসাদুজ্জামান লাল্টু, পৌর ছাত্রলীগের সহসভাপতি শাহাবুদ্দীন, প্রচার সম্পাদক তোজবী, রফিকুল ইসলাম রনি, সুমন, সুরুজ, অন্তর, সজিব, রেজা, আবীর, যুবলীগ নেতা জাহিদ, দিলু, ধ্রুব, রনি, রাজিব, রয়েল, আশরাফুল , আসলাম, তপু, ইসমাইল, শাহীন মণ্ডল, ডাউকি ইউনিয়ন যুবলীগের সম্পাদক রাজু, রানা, টুটুল, বেলগাছি ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল, সম্পাদক আনোয়ার, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, বাবু, জামজামি ইউনিয়ন যুবলীগের সম্পাদক রতন শাহ, খাসকররা ইউনিয়ন যুবলীগ নেতা শাহীন, মিলন, তরিকুল, মোজাম্মেল, আজিজুর,কালিদাসপুর ইউনিয়ন যুবলীগ সম্পাদক জমির উদ্দীন, নাহিদ, নেতা তৌহিদ, আরিফুল প্রমুখ। আওয়ামী লীগের আলমডাঙ্গাস্থ কার্যালয়ে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় শেষাবধি আলমডাঙ্গা ডিগ্রি কলেজে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।