আরও জাদুকরী রাতের অপেক্ষায় মেসি

মাথাভাঙ্গা মনিটর: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শততম ম্যাচ খেলার মাইলফলক ছোঁয়া লিওনেল মেসি যেতে চান আরও অনেক দূর। ফুটবল বিশ্বকে উপহার দিতে চান আরও অনেক জাদুকরী রাত। এবারের ইউরোপ সেরার লড়াইয়ে গত বুধবার রাতে এএস রোমার বিপক্ষে বার্সেলোনার ম্যাচটি ছিলো চ্যাম্পিয়ন্স লিগে মেসির ১০০তম ম্যাচ। বিজয়ীর বেশে উপলক্ষটা উদযাপন না করতে পারলেও বিশেষ এ মাইলফলক ছুঁয়ে উচ্ছ্বসিত টানা চারবারের বর্ষসেরা তারকা। রোমার মাঠে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচ শেষে নিজের ফেইসবুক পেইজে মেসি বলেন, বিশ্বের সেরা ক্লাব প্রতিযোগিতায় ১০০ ম্যাচ খেলতে পেরে আমি সত্যিই আনন্দিত। এ প্রতিযোগিতায় ইউরোপীয় অনেক স্মরণীয় রাত আছে এবং সামনে আরও অনেক জাদুকরী রাত আসছে। চারটি চ্যাম্পিয়ন্স লিগ জেতা মেসি ৭৭ গোল নিয়ে এ প্রতিযোগিতার দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা।

Leave a comment