মাথাভাঙ্গা মনিটর: সেনাবাহিনীর দশজন নারী সদস্য তাদের বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন এমন একটি ছবি প্রকাশ করলে, সামাজিক মাধ্যমে তা ব্যাপক আকারে ছড়িয়ে পরেছে। এ ছবিটি যিনি তুলেছেন সেই ফটোগ্রাফার রুবিকে অনেকেই সমর্থন জানাচ্ছেন। অনেকে বলছেন এই ছবির মাধ্যমে জনসম্মুখে শিশুকে বুকের দুধ খাওয়ানোটা যে খুব স্বাভাবিক একটা বিষয় সেটা মানুষের সামনে আনা হয়েছে। ছবিটি ইতোমধ্যে ১০ হাজার বার শেয়ার করা হয়েছে এবং ফেসবুক ও ইনস্টাগ্রামে বহু মানুষ সমর্থন জানিয়েছে।