মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিসভা গতকাল বুধবার বেলা ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক খায়রুল হাসান, পৌর মেয়র আলহাজ মো. মোতাচ্ছিম বিল্লাহ মতু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, সহকারি কমিশনার নূর-এ আলম, শুভ্রা দাস, আরিফ হোসেন, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো, আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ মুকুল, পিরোজপুর ইউপি চেয়ারম্যান সামসুল আলম প্রমুখ।