সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ জলিবিলা কলোনিপাড়ার বাবলুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়। তাকে রাতেই চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ জলিবিলা গ্রামের ভুলোর ছেলে বাবলুর রহমান (৩০) গত মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সরোজগঞ্জ ক্যাম্পের টুআইসি এএসআই হাদিউজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করেন। পুলিশ জানায়, বাবলুর রহমান মাদক মামলার আসামি। তাকে ভোরে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়।