ভারত সফর শেষ তাসকিনের

মাথাভাঙ্গা মনিটর: প্রথম ম্যাচেই শেষ হয়ে গেল তাসকিন আহমেদের ভারত সফর। সাইড স্ট্রেইন নিয়ে আজ বৃহস্পতিবার দেশে ফিরছেন ‘এ’ দলের হয়ে খেলতে যাওয়া বাংলাদেশের এ পেসার। বাংলাদেশ ‘এ’ দলের হলেও তাসকিন আহমেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিলো এ সফর। দুটি তিন দিনের ম্যাচের অন্তত একটিতে খেলার কথা ছিলো তাসকিনের, যেটি হতে পারতো নিকট ভবিষ্যতে তার টেস্ট খেলার পাথেয়। কিন্তু সেই আশা মুখ থুবড়ে পড়লো পুরোনো শত্রু চোটের থাবায়। পিছু লেগে থাকা চোট তাসকিনকে ছোবল দিলো আরও একবার। গতকাল বুধবার ভারত ‘এ’ দলের বিপক্ষে প্রথম অনানুষ্ঠানিক ওয়ানডেতে ৫ ওভার বোলিং করেই সাইড স্ট্রেইন নিয়ে মাঠ ছাড়েন তাসকিন। পরে জানা যায়, ছিটকে গেছেন তিনি সফর থেকেই। পরে আর বোলিং করতে পারেননি। ব্যাটিংয়ে অবশ্য নেমেছিলেন। আজ বৃহস্পতিবারই দেশে ফিরছেন তাসকিন। তার বদলি হিসেবে যাচ্ছেন স্ট্যান্ডবাই তালিকায় থাকা পেসার কামরুল ইসলাম রাব্বী। শুক্রবার দ্বিতীয় ম্যাচের দিনই ব্যাঙ্গালোরে পৌঁছানার কথা ডান হাতি এ পেসারের।