ঝিনাইদহে যুবকের মৃতদেহ উদ্ধার

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদরের কালা নামক স্থান থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকাল ৪টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ তার পরিচয় জানাতে পারেনি।

ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, জেলা সদরের ঝিনাইদহ-মাগুরা সড়কের কালা নামক স্থানে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। বিকেল ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়। মৃত যুবকটির আনুমানিক বয়স (৩৫) বছর। তার পরনে শার্ট, প্যান্ট ও মুখে দাড়ি রয়েছে। হাতের বিভিন্ন স্থানে কাটা দাগ রয়েছে। পুলিশ ধারনা করছে, অন্য কোনো স্থান থেকে তাকে হত্যা করে লাশ এ স্থানে ফেলে রেখে যাওয়া হয়েছে। পুলিশ তার নাম-পরিচয় জানার চেষ্টা করছে।

Leave a comment