জীবননগর মিনাজপুরে নির্যাতনের শিকার গৃহবধূর পাশে লোকমোর্চা

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামে যৌতুকের দাবিতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূ খোদেজা বেগমের পাশে দাঁড়িয়েছে জীবননগর উপজেলা লোকমোর্চা। নির্যাতিত গৃহবধূ এখন অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে বিচারের আশায় দিন গুনছেন। খবর পেয়ে উপজেলা লোকমোর্চার সভাপতিসহ অন্য সদস্যরা গতকাল বুধবার সকালে নির্যাতিত গৃহবধূর পাশে দাঁড়িয়ে তাকে আইনি সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেছেন।

জানা গেছে, জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামের মৃত আফতাব মোল্লার ছেলে আব্দুর রহমানের সাথে পার্শ্ববর্তী মহেশপুর উপজেলার মৃত সিরাজুল হকের মেয়ে খোদেজা বেগমের বিয়ে হয়। তাদের দীর্ঘ ২৩ বছরের বৈবাহিক জীবনে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। বিয়ের পর থেকেই স্বামী আব্দুর রহমান বিভিন্ন সময় নানা অজুহাতে স্ত্রীকে তার পিত্রালয় থেকে টাকা আনতে বাধ্য করে। সম্প্রতি আব্দুর রহমান খোদেজাকে তার পিত্রালয় থেকে ৯০ হাজার টাকা আনতে চাপ প্রয়োগ করে। কিন্তু খোদেজা বেগম টাকা আনতে অস্বীকৃতি জানান। ফলে তার ওপর শুরু হয় নির্যাতন। টাকা আনতে অস্বীকৃতি জানালে তাকে বাড়ি থেকে বের করে দেয়া হয়। বর্তমানে খোদেজা প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছেন। খবর পেয়ে জীবননগর উপজেলা লোকমোর্চার সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দীন কাজল, বাঁকা ইউনিয়ন লোকমোর্চার সভাপতি খলিলুর রহমান, ওয়েভ ফাউন্ডেশনের অ্যাসোসিয়েট কানিজ সুলতানা ও আসাদুজ্জামান সরেজমিনে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পান। এ সময় তারা অসহায় খোদেজা বেগমের সব ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।