গাংনীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের গুলিবর্ষণ : গাঁজা উদ্ধার

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার হাড়াভাঙ্গা সেন্টারপাড়া এলাকায় মাদক চোরাচালানীর ওপর গুলিবর্ষণ করেছে পুলিশ। এ সময় চোরাচালানীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে প্রায় দু কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেল সোয়া তিনটার দিকে এ ঘটনা ঘটে।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বামন্দী-কাজীপুর প্রধান সড়কের হাড়াভাঙ্গা সেন্টারপাড়া এলাকায় তল্লাশি চৌকি বসায় পীরতলা পুলিশ ক্যাম্পের একটি দল। এ সময় মোটরসাইকেলযোগে দু আরোহী বামন্দীর দিকে আসছিলো। তাদের মোটরসাইকেলের গতিরোধ করার চেষ্টা করলে পুলিশের ব্যারিকেড ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ চোরাচালানীদের লক্ষ্য করে এক রাউন্ড শটগানের গুলিবর্ষণ করে। এ সময় গাঁজাভর্তি ব্যাগ রেখে চোরাচালানীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে গাঁজা ভর্তি ব্যাগ উদ্ধার করে।

পীরতলা পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই কামাল হোসেন জানান, ঘটনাস্থল থেকে গাঁজাব্যবসায়ীরা পালিয়ে গেলেও কাজীপুর ফুলতলা পাড়া এলাকার ঠাণ্ডু হোসেন নামের একজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। মাদকপাচারকারী ঠাণ্ডুর নামে গাংনী থানায় মাদকআইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।