আলমডাঙ্গার গোবিন্দপুরের মিলন ও লিটনের বিরুদ্ধে প্রতারণা করে মায়ের সম্পত্তি রেজিস্ট্রি করে নেয়ার অপচেষ্টার অভিযোগ

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার গোবিন্দপুরের মিলন ও লিটনের বিরুদ্ধে অন্য ভাই-বোনদের বঞ্চিত করে প্রতারণা করে মায়ের সম্পত্তি রেজিস্ট্রি করে নেয়ার অপচেষ্টার অভিযোগ উঠেছে। বয়োবৃদ্ধ মাকে ডাক্তারের নিকট নিয়ে যাওয়ার অজুহাত তুলে আলমডাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসে নিয়ে গতকাল ২২ শতক জমি ভাই-বোনদের বঞ্চিত করে ওই দু ভাই রেজিস্ট্রি করে নেয়ার সময় ছোট ভাই গোপনে জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হলে বিপত্তি বাধে।

জানা গেছে, আলমডাঙ্গা পৌরসভার গোবিন্দপুরের খন্দকারপাড়ার মৃত খন্দকার আনোয়ার হোসেনের ৪ ছেলে ও ৩ মেয়ে। মৃত আনোয়ার হোসেনের মেজ ছেলে জহুরুল ইসলাম মিলন ও সেজ ছেলে ফজলুল হক লিটন গতকাল বুধবার দুপুরে বয়োবৃদ্ধ মা ফকরুন নেছাকে (৭৫) ডাক্তারের নিকট নিয়ে যাওয়ার কথা বলে আলমডাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসে নিয়ে যায়। সেখানে দলিল লেখক একই গ্রামের সুধাংশু কুমারকে দিয়ে মায়ের নামের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ২২ শতক জমি অন্য ভাই-বোনকে বঞ্চিত করে প্রতারণাপূর্বক দু ভাই কৌশলে হাতিয়ে নিতে রেজিস্ট্রির কাগজপত্র তৈরি করান। এ বিষয়টি গোপনসূত্রে জানতে পারেন ছোট ভাই সাবেক সেনা সদস্য বজলুর রহমান টিটন। তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই জমি রেজিস্ট্রিতে বাধ সাধেন। বিষয়টি সাব-রেজিস্টারকে জানানোসহ মামলা করার হুমকি দিলে দলিল লেখক সুধাংশু কুমার পিছু হটেন। তিনি আর ওই জমি রেজিস্ট্রির দলিল লেখবেন না বলে প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি শান্ত হয়।