মাথাভাঙ্গা মনিটর: হাঙ্গেরি সার্বিয়ার সাথে সীমান্ত বন্ধ করে দেয়ার পর শরণার্থীরা এখন অন্য পথে ইউরোপে ঢোকার চেষ্টা চালাচ্ছে। অভিবাসী প্রত্যাশীদের প্রথম দলটি বুধবার বাসে করে ক্রোয়েশিয়া সীমান্তের কাছে এসে পৌঁছেছে। ত্রিশ-চল্লিশ জনের অভিবাসন-প্রত্যাশীদের একটি দল রাতভর যাত্রা শেষে সকালের দিকে সার্বিয়ার সীমান্তবর্তী সিদ শহরে পৌঁছেছে। মেসিডোনিয়ার সীমান্ত শহর প্রেসেভো থেকে বাসে করে তারা সিদে এসেছে। শহরটি মেসিডোনিয়া সীমান্ত থেকে ৫শ কিলোমিটার দূরে। অভিবাসন-প্রত্যাশীদের বেশিরভাগই সিরিয়া ও আফগানিস্তানের বাসিন্দা। এই দলে নারী, পুরুষ ও শিশুরা রয়েছে। তাদের মধ্যে একজন হলেন আমাদৌ। তিনি পশ্চিম আফ্রিকার মৌরিতানিয়া থেকে এসেছেন।