স্টাফ রিপোর্টার: কোরবানির হাটে বিক্রির জন্য খামারী একটি গরুর দাম হেঁকেছেন ৬ লাখ টাকা। ফরিদপুরের সদর উপজেলার ভাষাণচর মুকদম মুন্সির ডাঙ্গী গ্রামে শেখ সিরাজের স্ত্রী পারুল বেগম গরুটির এ দাম হাকিয়েছেন। ইতোমধ্যে কয়েকজন গরু ব্যবসায়ী তার গরু দেখে গেছেন। তারা ষাড়টির দাম বলেছেন ৪ লাখ ৬০ হাজার টাকা। তবে ৬ লাখ টাকা হলে গরুটি বিক্রি করবেন বলে জানিয়েছেন পারুল বেগম।