মেহেরপুরের গাংনীতে বিদ্যুতস্পৃষ্টে দুজনের মৃত্যু

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার পৃথক দুটি স্থানে বিদ্যুতস্পৃষ্টে দুজনের মৃত্যু হয়েছে। নিজ বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় গতকাল দুপুর সোয়া একটার দিকে বাওট গ্রামের সাহারুল ইসলাম (২৫) ও সকালে চরগোয়াল গ্রামের রফিকুল ইসলাম (৩৫) মৃত্যুবরণ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাওট গ্রামের বাজারপাড়া এলাকার মৃত বিশারত আলীর ছেলে ও সিঙ্গাপুর প্রবাসী সাহারুল ইসলাম দুপুরে নিজঘরের শয়নকক্ষের বৈদ্যুতিক সুইচবোর্ড পরিবর্তন করছিলেন। মেন সুইচ বন্ধ না করে কাজ করার এক পর্যায়ে বিদ্যুতস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি সম্প্রতি ছুটিতে বাড়িতে আসেন। ঈদের পরেই তার সিঙ্গাপুর যাওয়ার সিদ্ধান্ত ছিলো। এদিকে চরগোয়াল গ্রামের জহুরুল ইসলামের ছেলে কৃষক রফিকুল ইসলাম নিজ ঘরে টেলিভিশনের প্লাগ লাগাতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হন। মুমূর্ষু অবস্থায় তাকে বামন্দীর একটি ক্লিনিকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a comment