মাথাভাঙ্গা মনিটর: ওমানের রাজধানী মাস্কটের একটি নির্মাণ কাজ চলাকালে দুর্ঘটনায় নিহত চার বাংলাদেশির মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। পরিচয় পাওয়া নিহতরা হলেন- লক্ষ্মীপুরের কমলনগরের চরপরগাছা গ্রামের মোহাম্মদ শাজাহান, কুমিল্লার মুরাদনগরের পাকবালিঘর গ্রামের শিবাস দাস ও নোয়াখালী সদরের পূর্ব আজবারিয়া গ্রামের মো. সুমন। নিহতদের ব্যক্তিদের লাশ মাস্কাট পুলিশ হাসপাতালমর্গে রাখা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরিবারের সাথে যোগাযোগের পর নিহতদের লাশ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হবে। আহত ছয়জনের যথাযথ চিকিত্সার বিষয়ে হাসপাতাল ও পুলিশ কর্তৃপক্ষের সাথে দূতাবাসের কর্মকর্তারা যোগাযোগ করেছেন। গত রোববার জেসিবি মেশিনের নিচে চাপা পড়ে চার বাংলাদেশি নিহত ও ছয়জন আহত হন।