আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে দুটি মামলার এজাহারনামীয় ৫ আসামিকে গ্রেফতার করেছে। গত পরশু রাতে হারদী ও পাচলিয়া গ্রামে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
জানা গেছে, হারদী গ্রামের মৃত হারেজ আলীর দু ছেলে ফরজেত (৪০) ও সুন্নত (৩০) এবং পচা মণ্ডলের ছেলে আতিয়ার (৪৫) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১০ সেপ্টেম্বর একই গ্রামের মৃত মেছের মণ্ডলের ছেলে ছাবের আলী ও পুত্রবধূ সাগরী খাতুনকে মেরে রক্তাক্ত জখম করে। পরে ছাবের আলীর ভাই কাবের আলী বাদী হয়ে আলমডাঙ্গা থানার মামলা দায়ের করেন। অপরদিকে হাটখোলা পাঁচলিয়ার মৃত রহিম বিশ্বাসের ছেলের জমিতে গত ২৭ আগস্ট জোর করে একই গ্রামের মইনদ্দিনের ছেলে আলো (৩০) ও মৃত আইনদ্দিনের ছেলে শাহাজান পাট কাটতে যায়। ওমর আলী বাধা দিলে তাকে মারধরের হুমকি দেয়। ওমর আলী কোনো উপায় না পেয়ে থানায় মামলা দায়ের করেন। গত মঙ্গলবার রাতে আলমডাঙ্গা থানার এসআই আনিস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দুটি মামলার ৫ আসামিকে গ্রেফতার করেন। গতকালই তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।