সবুজ সংকেত পেলেন টেন্ডুলকার ও ওয়ার্ন

 

মাথাভাঙ্গা মনিটর: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া খেলোয়াড়দের নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে টুয়েন্টি টুয়েন্টি লিগ আয়োজন করার জন্য ভারতের শচীন টেন্ডুলকার ও অস্ট্রেলিয়ার শেন ওয়ার্নকে অনুমতি দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী নভেম্বরে তিনটি বেসবল স্টেডিয়ামে তিন ম্যাচের টি-২০ টুর্নামেন্ট আয়োজন করবেন এ দু কিংবদন্তী। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া খেলোয়াড়দের নিয়ে জমজমাট ক্রিকেট আসর আয়োজনের কথা বেশ আগেই জানিয়েছিলেন টেন্ডুলকার-ওয়ার্ন। আয়োজনের জন্য আইসিসির অনুমতিটা প্রয়োজন ছিলো তাদের। এ ব্যাপারে একটি সূত্র জানিয়েছে, টেন্ডুলকার-ওয়ার্নের প্রস্তাবিত ক্রিকেট লিগ নিয়ে আইসিসির কোনো বাধা নেই। তবে কিছু শর্ত রয়েছে। শর্তগুলো সঠিকভাবে মেনে নিতে হবে তাদের। অনুমতি পাওয়ার পর টুইটারে এক বার্তায় ওয়ার্ন বলেন, ‘আশা করছি দারুণ জমজমাট এক ক্রিকেট লিগ হবে।’

ধারনা করা হচ্ছে, আসন্ন এ টুর্নামেন্টে অবসর নেয়া মোট ২৮ জন খেলোয়াড় অংশ নিবেন। এরমধ্যে টেন্ডুলকার-ওয়ার্নও রয়েছেন। এছাড়া গ্লেন ম্যাকগ্রা, গিলক্রিস্ট, ব্রেট লি, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলী, ভিভিএস লক্ষণ, জক ক্যালিস, ব্রায়ান লারা এবং ওয়াসিম আকরামও অংশ নিবেন।