জীবননগরের বেনীপুর ও ধোপাখালী সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠক

 

জীবননগর ব্যুরো: উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, ভারত হতে কোনো মাদকদ্রব্য না আসা, নারী ও শিশু পাচার প্রতিরোধ এবং উভয় দেশে অবৈধ অনুপ্রবেশ বন্ধে জীবননগর উপজেলার বেনীপুর ও ধোপাখালী সীমান্তের বিজিবি-বিএসএফ অনুষ্ঠিত পৃথক পতাকা বৈঠকে ফলপ্রসু আলোচনা হয়েছে। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত পতাকা বৈঠকে বেনীপুর বিজিবি-নোনাগঞ্জ বিএসএফ এবং ধোপাখালী বিজিবি ও মাটিয়ারী ক্যাম্প কমান্ডার নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব প্রদান করেন।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল এসএম মনিরুজ্জামান বিজিবিএম জানিয়েছেন, ব্যাটালিয়নের আওতাধীন বেনীপুর বিওপির আর্ন্তগত ৬৮/৭-এস মেন পিলারের শূন্য রেখা বরাবর বেনীপুর ডিসপোর্ট ল্যান্ড বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ৪০ মিনিট স্থায়ী পতাকা বৈঠকে বৈঠকে বেনীপুর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার নজরুল ইসলাম বিজিবির পক্ষে নেতৃত্ব প্রদান করেন। অপরদিকে ভারতের ১৭৩ ব্যাটালিয়নে নোনাগঞ্জ ক্যাম্প কমান্ডার এসআই বলবিন্দর শিং বিএসএফের পক্ষে নেতৃত্ব প্রদান করেন। অপরদিকে একই বিষয় নিয়ে উপজেলার ধোপাখালী সীমান্তের ৭০/৩২-টি পিলারের মাধবখালী মাঠে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ধোপাখালী বিওপি কমান্ডার হাবিলদার আব্দুল মতিন বিজিবির পক্ষে ও বিএসএফের পক্ষে মাটিয়ারী ক্যাম্প কমান্ডার এসআই একে মণ্ডল নেতৃত্ব প্রদান করেন।

Leave a comment