চুয়াডাঙ্গার ভিমরুল্লায় নষ্ট ট্রান্সমিটার দেখতে গিয়ে এলাকাবাসীর রোষানলে বিদ্যুত অফিসের লোকজন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার ভিমরুল্লায় নষ্ট ট্রান্সমিটার দেখতে গিয়ে এলাকাবাসীর রোষানলে পড়েন বিদ্যুত অফিসের লোকজন। স্থানীয়রা তাদেরকে আটক করে রাখে। গতকাল সন্ধ্যায় চুয়াডাঙ্গা ভিমরুল্লা নতুন জেলখানা মোড়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে আটককৃতদের উদ্ধার করে।

এলাকাবাসীর অভিযোগসূত্রে জানা যায়, প্রায় ৩/৪ বছর ধরে চুয়াডাঙ্গা ভিমরুল্লার নতুন জেলখানা মোড়ের ট্রান্সমিটার মাঝে মাঝেই বিকল হয়ে যায়। বিদ্যুত অফিসের লোকজনকে সকালে অভিযোগ করলে বিকেলে আসেন এবং বিকেলে অভিযোগ করলে রাতে আসেন। সেই সাথে তারা দুর্ব্যবহার করেন। আসলেই টাকা দিতে হয়। এমনও দিন আছে দিনে দুবার ট্রন্সমিটার বিকল হয়। অথচ এ ট্রান্সমিটারের অধীনে রয়েছে বেশ কয়েকটি মিল-কলকারখানা, জেলখানা ও গরু-মুরগির খামার। তারপরও বিদ্যুত অফিসের কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই। গতকাল সকালে ওই ট্রান্সমিটারের ফেস কেটে যায়। পরপরই করা হয় অভিযোগ। অথচ বিদ্যুত অফিসের লোকজন আসেন সন্ধ্যায়। তারপর এসে কাজ না করে চলে যাওয়ার সময় তাদেরকে আটক করা হয় বলে এলাকাবাসী জানায়। আজ বুধবার সকাল ১১টার মধ্যে ট্রান্সমিটার মেরামত করে দেয়ার আশ্বাসে তাদেরকে পুলিশ উদ্ধার করে নিয়ে যায়। আর যদি মেরামত না করে তাহলে চুয়াডাঙ্গা-যশোর মহাসড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলনের ডাক দেয়ার হুমকি দেয় এলাকাবাসী।

Leave a comment