মাথাভাঙ্গা মনিটর: ইইউ দেশগুলোতে শরণার্থীদের প্রবেশ ঠেকাতে সীমান্ত বন্ধ করে দিয়েছে হাঙ্গেরি। একই সাথে দেশটি সার্বিয়ার সাথে তাদের সীমান্তের দক্ষিণাঞ্চলীয় দুটি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে। শরণার্থীদেরকে ফেরত পাঠানোর হুমকি দিয়ে তাদেরকে ধরপাকড়ের নতুন কঠোর আইনও প্রয়োগ করতে শুরু করেছে হাঙ্গেরি। গতকাল মঙ্গলবার শরণার্থীরা দলে দলে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের চেষ্টায় সীমান্ত বেষ্টনির কাছে গিয়ে হাঙ্গেরির দমনাভিযানের মুখে পিছু হটতে বাধ্য হয়। সার্বিয়া সীমান্তে কাঁটাতারের বেষ্টনি ভেঙে ইইউ দেশগুলোতে ঢোকার চেষ্টা চালানোর সময় ৬০ শরণার্থীকে গ্রেফতার করার কথা জানিয়েছে হাঙ্গেরির পুলিশ। জরুরি অবস্থা জারি থাকার ফলে পুলিশ আরো বেশি ক্ষমতা পেয়েছে। পার্লামেন্টের অনুমোদন সাপেক্ষে সীমান্ত এলাকায় মোতায়েন করা যেতে পারে সেনাও। শরণার্থীর স্রোতের মুখে ইউরোপের নানা দেশ সীমান্তে কড়াকড়ি শুরুর পরপরই সাবেক কমিউনিস্ট রাষ্ট্র হাঙ্গেরি কঠোর এ সমস্ত পদক্ষেপ নিয়েছে। সোমবার মধ্যরাত থেকে নতুন সীমান্ত আইন কার্যকর করতে শুরু করেছে হাঙ্গেরি। স্থলপথে ইউরোপে প্রবেশের অন্যতম রুট হাঙ্গেরির মধ্য দিয়ে গেছে।