সিরিয়া ইস্যুতে মুখোমুখি যুক্তরাষ্ট্র ও রাশিয়া

মাথাভাঙ্গা মনিটর: লাতাকিয়া শহরের কাছে রাশিয়ার সামরিক তৎপরতা বেড়ে যাওয়া নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর মধ্যে তীব্র সন্দেহ তৈরি হয়েছে। পশ্চিমাদের বক্তব্য সিরিয়ার উপকূলীয় এ এলাকায় সম্প্রতি রুশ সমরাস্ত্র এবং লোকজনের গতিবিধি বেড়ে গেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন খোলাখুলি বলছে রাশিয়া লাতাকিয়ায় একটি বিমান ঘাঁটি প্রতিষ্ঠা করছে। পেন্টাগনের মুখপাত্র জেফ ডেভিস বলেছেন, আমাদের কাছে খবর আছে রাশিয়া লাতাকিয়া এবং আশপাশে বহু সমরাস্ত্র, রসদ এবং মানুষজন মোতায়েন করেছে। মনে হচ্ছে সেখানে তারা বিমান হামলা পরিচালনার জন্য একটি ঘাঁটি প্রতিষ্ঠা করার প্রক্রিয়াও শুরু করেছে। সিরিয়ার ভেতর ক্রমবর্ধমান রুশ সামরিক গতিবিধির খবর এমন সময় আসছে যখন যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা সিরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে। সিরিয়ার ভেতরে সৈন্য মোতায়েনের প্রস্তাব নিয়েও গোপনে আলোচনা চলছে।

Leave a comment