রাবি ভর্তির আবেদন ১ অক্টোবর : পরীক্ষা ৯ নভেম্বর

 

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন সাতটি বিভাগ চালুর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে। এনিয়ে বিশ্ববিদ্যালয়ের ৯টি অনুষদে বিভাগ সংখ্যা দাড়ালো ৫৭টি। বিশ্ববিদ্যালযে ভর্তি পরীক্ষার আবেদন ফরম বিতরণ শুরু হবে ১ অক্টোবর। আগামী ৯-১২ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। নতুন বিভাগগুলোতে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে (সম্মান) ভর্তি করানো হবে। এছাড়া এ বছর প্রথম দুটি ইন্সিটিটিউটে স্নাতক শ্রেণিতে ভর্তি করা হবে। এতে গত বছরের চেয়ে এবার বিশ্ববিদ্যালয়টিতে ৩৪৫ জন শিক্ষার্থী বেশি ভর্তি হওয়ার সুযোগ পাবেন। ফলে আসন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ১৭৩টি। গত বছর মোট ৩ হাজার ৮২৮ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পায়।

Leave a comment