মাথাভাঙ্গা মনিটর: মক্কা মসজিদ আল হারামে ভয়াবহ ক্রেন দুর্ঘটনায় নিহত ১০৭ ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ পরিশোধ করবে বীমা কোম্পানি। ক্ষতিপূরণের জন্য মোট ৩৩ মিলিয়ন রিয়াল বা ৬৭ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা ধরা হয়েছে। এর ফলে নিহতদের প্রত্যেক পরিবার পাবেন ৬০ লাখ টাকা। এ টাকার পুরোটাই হারাম শরিফ সম্প্রসারণ প্রকল্পের ইনস্যুরেন্স কোম্পানি ব্লাড মানি হিসেবে প্রদান করবে।