টিপ্পনী

খবর: (অন্যের হাত ধরে পালিয়েছে কান্তপুরের শেরেকুলের স্ত্রী)

 

তোমার এমন গুতো ভাবি

কেউ বুঝেনি আগে

অন্য লোকের হাত ধরে যাও

কেমন বলো লাগে?

 

আমরা তোমার দেবর ছিলাম

তাও নিলে না ডেকে

জানলে আগে এমন হবে

একটু নিতাম চেখে।

 

আহা ভাবি জানের ভাবি

দিলে বেজায় ফাঁকি

তোমায় ছাড়া বলো এখন

কেমন করে থাকি!

 

-আহাদ আলী মোল্লা

Leave a comment