জীবননগর কাশিপুরে পাল্টাপাল্টি অভিযোগ উত্তেজনা

 

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষার্থী শাওন অপহরণ ও নির্যাতনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, জনপ্রতিনিধি ও সুধী মানববন্ধন ও র‌্যালিতে অংশগ্রহণ করেন। মানববন্ধন ও র‌্যালি শেষে বিদ্যালয় চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা শিক্ষার্থী নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সমাবেশে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, শাওনের বাবা আব্দুল কুদ্দুস, শিক্ষক ইয়ামিন হোসেন, বাবলু রহমান, রেজাউল ইসলাম, মতিয়ার রহমান প্রমুখ।

শাওন নির্যাতন মামলা, হামলা ও পুলিশের গণগ্রেফতার আতঙ্কে আসামি পক্ষ বাড়িঘর ছেড়ে আত্মগোপন করেছে। পুরুষশূন্য বাড়ি নারী সদস্যরা পাহারা দিচ্ছেন। অভিযোগ উঠেছে, মামলার বাদীপক্ষ গত রোববার দা-লাঠি নিয়ে গ্রামে মহড়া দিয়েছে। আসামিদের গরু-ছাগল মাঠে চরাতে বাধা দেয়া হচ্ছে। গত রোববার মাঠে গরু-ছাগল চরাতে গেলে আব্দুর রশিদ নামের এক ব্যক্তিকে ধরে আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয়েছে। তাদের মাঠের পাকা ধান ও ফসলাদি কাটতে বাধা দেয়ায় বাড়িছাড়া পরিবারের সদস্যদের মাঝে অজানা আতঙ্ক বিরাজ করছে। হুমকির মুখে পরিবারের সদস্যরা চরম নিরাপত্তার অভাববোধ করছেন। অপরদিকে নববধূকে অপহরণ ও নারী শিশু নির্যাতন আইনে অভিযুক্ত বখাটে শাওনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত সোমবার নববধূর শ্বশুর আজিজুল হক বাদী হয়ে চুয়াডাঙ্গা আমলি আদালতে নালিশি পিটিশন দায়ের করেন। বিজ্ঞ আদালত অভিযোগটি আমলে নিয়ে বিবাদীগণের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। অপরদিকে শাওনকে নির্যাতন মামলায় সোহেল রানা, আনজিরা খাতুন, মহিদুল ইসলাম ও আজাদ হোসেন আদালত থেকে জামিন পেয়েছেন। গত সোমবার বিজ্ঞ আদালতে গ্রেফতারকৃতদের জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।

গত শুক্রবার দিনগত গভীর রাতে জীবননগরের উথলী ইউপির ওয়ার্ড মেম্বার কাশিপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে শাওন প্রতিবেশীর ঘরে ঢুকে ধরা পড়ে। সে তার সহপাঠী প্রাক্তন প্রেমিকার স্বামীকে হত্যার অপচেষ্টাসহ নববধূকে অপহরণের অভিযোগ তোলা হয়। তাকে পিটুনি দেয়া হয়। অপরদিকে শাওনের পিতাপক্ষ অভিযোগ তুলে বলেন, শাওনকে অপহরণ করে নির্যাতন করা হয়েছে।

Leave a comment