ঝিনাইদহ প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা সামনে রেখে অজ্ঞান পার্টির অপতৎপরতা বেড়েছে, বেড়েছে টাকার জাল নোটকারবারী চক্রেরও অপতৎপরতা। এসব প্রতারকচক্রের কবল থেকে রক্ষা পেতে সচেতন থাকার আহ্বান জানিয়ে মাইকিং শুরু করেছে ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ। অবশ্য মাইকিঙের দিনেই বারোবাজার থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে অজ্ঞাত পরিচয়ের দুজনকে যশোর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ঝিনাইদহের বারোবাজারে গতকাল দুপুর ১টার দিকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন দু গরুব্যবসায়ী। এদেরকে স্থানীয় জনতা উদ্ধার করে যশোর মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শেষ খবর পাওয়া পর্যন্ত দুজনের পরিচয় জানা সম্ভব হয়নি। পরিবহন শ্রমিক নেতা রবজেল হোসেন মন্টু জানান, দু ব্যবসায়ী যশোর থেকে বাসে উঠে ঝিনাইদহের দিকে আসছিলো। পথিমধ্যে বারোবাজারের নিকট পৌঁছুলে জ্ঞান হারিয়ে ফেলে।
এদিকে কোরবানি ইদকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে অজ্ঞানপার্টির তৎপরতা রোধে কালীগঞ্জ থানা পুলিশের প্রচার ও লিফরেট বিতরণ করা হয়। গতদকাল মঙ্গলবার দুপুরে জেলা পুলিশের উদ্যোগে প্রচার ও লিফরেট বিতরণ করা হয়। কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন নেতৃত্বে কালীগঞ্জ উপজেলার বাসটার্মিনাল, মেনবাসস্ট্যান্ড, নিমতলাবাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাসে ও জনসাধারণের নিকট অপরিচিত লোকের খাবার পরিহার করুন অজ্ঞানপার্টির তৎপরতা রোধ করুন এই সম্মিলিত লিফরেট বিতরণ ও প্রচার করা হয়। এ সময় কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার মনিরুল ইসলাম মনির, এএসআই নাসির উপস্থিত ছিলেন।