অগ্রণী ব্যাংক আন্দুলবাড়িয়া শাখা নতুন ভবনে স্থানান্তর

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: অগ্রণী ব্যাংক লিমিটেড আন্দুলবাড়িয়া শাখা নতুন ভবনে আনুষ্ঠানিকভাবে স্থানান্তর করা হয়েছে। গত সোমবার বেলা ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে নতুন ভবনের ফিতে কেটে উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। উদ্ধোধন অনুষ্ঠান শেষে অগ্রণী ব্যাংক আন্দুলবাড়িয়া শাখার উদ্যোগে নতুন ভবনে আলোচনাসভার আয়োজন করা হয়।

আলোচনাসভায় অগ্রণী ব্যাংক লিমিটেড সহকারী ব্যবস্থাপক চুয়াডাঙ্গা অঞ্চল প্রধান সাইফুর রহমান রঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হাজি আলী আজগার টগর বলেন, আন্দুলবাড়িয়া এলাকা ব্যবসা-বাণিজ্যের দিক থেকে আজ আর্থসামাজিকভাবে উন্নত হয়েছে। এলাকাটি অর্থনৈতিকভাবে আরো উন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যাংক ঋণ ছাড়া কেউ উন্নতি করতে পারেনি। ব্যাংক ঋণ প্রদানে তিনি ব্যাংক কর্তৃপক্ষকে কোনো মধ্যস্বত্বভোগী ছাড়া ঋণ বিতরণ করার আহ্বান জানান। কর্তৃপক্ষকে দালাল টাউট মুক্ত ব্যাংকিং কার্যক্রম চালু রাখার দাবি জানিয়ে তিনি নিজের উদাহরণ তুলে ধরে ঋণখেলাপিদের উদ্দেশে বলেন, লেনদেন ঠিক রাখবেন, ব্যাংক কর্তৃপক্ষ আপনার চাহিদা মোতাবেক ঋণ প্রদানে উৎসাহিত হবে বলে আমার বিশ্বাস। চুয়াডাঙ্গা অঞ্চল সিনিয়ার প্রিন্সিপাল অফিসার তপন কুমার দত্তের উপস্থাপনায় তিনি আরো বলেন, আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় শাখাটি অবিলম্বে অনলাইন ব্যবস্থা চালু ও লোকবল বৃদ্ধি করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, ভবনমালিক অবসরপ্রাপ্ত শিক্ষক হাজি মোল্লা আব্দুর রশিদ। উপস্থিত ছিলেন আন্দুলবাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলাম মোক্তার, আন্দুলবাড়িয়া শাখা ব্যবস্থাপক বিপুল কুমার বিশ্বাস, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মহাসিন আলী খান, বাজার কমিটির সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু ও যুবলীগ নেতা আমজাদ হোসেন সজীব আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন, রায়পুর ইউপি চেয়ারম্যান, মির্জা তাহাজ্জত হোসেন, পিএস আব্দুস সালাম ভুট্ট, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর মকলেচুর রহমান টজো, এসএম আশরাফুজ্জামান টিপুসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতৃবৃন্দ, গ্রাহকসহ ব্যাংক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন অগ্রণী ব্যাংক লিমিটেড জীবননগর শাখা ব্যবস্থাপক আব্দুস সাত্তার।

Leave a comment