মাথাভাঙ্গা মনিটর: মিশরের নিরাপত্তাবাহিনী ভুল করে মেক্সিকান পর্যটকসহ ১২ জনকে হত্যা করেছে। আহত হয়েছে ১০ মেক্সিকানসহ আরও অনেকে। গত রোববার দেশটির ওয়েস্টার্ন ডেজার্টের ওয়াহাত এলাকায় এ ঘটনা ঘটে। মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘ওয়েস্টার্ন ডেজার্টের ওয়াহাত এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনার সময় মেক্সিকোর পর্যটকদের বহনকারী চারটি পিকআপ ট্রাকে হামলা চালানো হয়েছে। এতে মেক্সিকান ও মিশরীয় মিলে ১২ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। এ ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানানো হয়েছে বিবৃতিতে।