স্টাফ রিপোর্টার: ক্যান্সারজনিত কারণে সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হয় দেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ লাকী আখন্দের। উন্নত চিকিত্সার জন্য তাকে ব্যাংককের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে তার শারীরিক অবস্থার খুব একটা উন্নতি দেখা যাচ্ছে না। ক্যান্সার এখন চতুর্থ পর্যায়ে রয়েছে। কেমোথেরাপিতে তেমন সাড়া মিলছে না। তবে চিকিত্সক জানান, ভালো হতে কিছুদিন সময় লাগবে। সেখানে তার সাথে আছেন তার মেয়ে মাম্মিন্তি ও পরিবারের কয়েকজন। মাম্মিন্তি তার বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।