মাথাভাঙ্গা মনিটর: ক্যালিফোর্নিয়ার খরা কবলিত উত্তরাঞ্চলে ব্যাপক আকারে দাবানল ছড়িয়ে পড়ায় রাজ্যের গভর্নর জেরি ব্রাউন গত রোববার জরুরি অবস্থা ঘোষণা করেছেন। দাবানলের কারণে বাধ্য হয়ে হাজার হাজার লোক নিরাপদ স্থানে চলে যাচ্ছে। কর্তৃপক্ষ জানায়, এক লাখ একরেরও বেশি জমিতে এ ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এতে শ শ ঘরবাড়ি ও বাণিজ্যিক অবকাঠামো পুড়ে গেছে। দাবানল নিয়ন্ত্রণে দমকল বাহিনীর হাজার হাজার কর্মী চেষ্টা চালাচ্ছে। বর্তমানে বড় ধরনের ৮টি দাবানল সক্রিয় থাকলেও দুটি দাবানল ব্যাপক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে এবং এসব দাবানল থেমে যাওয়ারও কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এ দুটি দাবানলের একটির অবস্থান রাজ্যের রাজধানী সাক্রামেন্টোর ১৬০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং অপরটির অবস্থান ১৬০ কিলোমিটার পূর্বে। গত রোববার রাতে রাজ্যের দমকল সংস্থা ক্যাল ফায়ার জানায়, শুষ্ক আবহাওয়া, প্রচণ্ড বাতাস ও তাপমাত্রা অনেক বেড়ে যাওয়ার কারণে বাটি দাবানল ৬৫ হাজার ৩শ একর জমিতে এবং ভ্যালি দাবানল ৫০ হাজার একর জমিতে ছড়িয়ে পড়ে। ভ্যালি দাবানল সক্রিয় থাকার কারণে গভর্নর ব্রাউন লেক ও নাপা কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেন। ভ্যালি দাবানলে মিডলটাউন শহরের অনেক ক্ষতি হয়। শনিবার মাত্র পাঁচ ঘন্টায় দাবানল ৫০ একর থেকে এক হাজার একর জমিতে ছড়িয়ে পড়ে। ক্যাল ফায়ারের মুখপাত্র ড্যানিয়েল বারল্যান্ট বলেন, এসব দাবানলের ঘটনায় হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে। রেডক্রস সরিয়ে নেয়া এসব বাসিন্দাকে সাহায্য করতে জরুরি আশ্রয় কেন্দ্র খুলেছে।