টিপ্পনী:

খবর: (বৃদ্ধচালককে অজ্ঞান করে অটো নিয়ে চম্পট ৪ প্রতারক)

যায় না চলা যায় না বলা
বললে কিছু কাটবে গলা
ফাটছে মাথা বিপদ ভারি
যদি কিছু কই
কেউ নিরাপদ নই এদেশে
কেউ নিরাপদ নই।

হরেক জ্বালা মুখে তালা
কানে শুনেও বদ্ধকালা
শুনলে কিছু হবো জবাই
কেমন করে সই
কেউ নিরাপদ নই এদেশে
কেউ নিরাপদ নই।

অনেক দাদা তুলছে চাঁদা
কী আর করা হাত-পা বাঁধা
চতুর পাশে খুনোখুনি
কিভাবে যে রই
কেউ নিরাপদ নই এদেশে
কেউ নিরাপদ নই।

-আহাদ আলী মোল্লা