জীবননগর ব্যুরো: জীবননগর থানা পুলিশ ইয়াবা ও ফেনসিডিলসহ মনোহরপুরের মাদকসম্রাট রেজাউল ইসলামকে (৪৮) গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানা পুলিশ গত রোববার মধ্যরাতে হাসপাতাল সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে পুলিশ ১শ পিস ইয়াবা ও ১শ বোতল ফেনসিডিল উদ্ধার করে। গ্রেফতারকৃত রেজাউলকে গতকাল সোমবার চুয়াডাঙ্গা সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়।
থানা সূত্রে জানা যায়, জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে রেজাউল ইসলাম ওরফে চাকমা রেজাউল উপজেলার চিহ্নিত মাদকসম্রাট। ইতঃপূর্বে একাধিকবার সে মাদকসহ পুলিশ ও ৱ্যাবের হাতে আটক হয়েছে। ভ্রাম্যমাণ আদালত তাকে সাজাও প্রদান করেন। চাকমা রেজাউল কোটচাঁদপুরের রেজাউলের সহযোগিতায় ও তার গাড়ি নিয়ে মাদকদ্রব্য পাচার করছে গোপন এ সংবাদ পায় জীবননগর থানা। সংবাদের ভিত্তিতে জীবননগর থানার এএসআই আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে হাসপাতাল সড়ক থেকে ১শ পিস ইয়াবা ও ১শ বোতল ফেনসিডিলসহ রেজাউল ইসলাম ওরফে চাকমা রেজাউলকে গ্রেফতার করেন।