মাথাভাঙ্গা মনিটর: দাম্পত্য জীবন নিয়ে কখনোই শোনা যায়নি কোনো কলহ বা দ্বন্দ্বের সংবাদ। অথচ হঠাত করেই ইতি টানলেন ৫ বছরের সাংসারিক জীবন। নিজের টুইটার একাউন্ট থেকে কঙ্কণা সেন শর্মা নিজেই জানালেন, রণবীর শোরের সাথে তার বিচ্ছেদের খবর। বিয়ের আগে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী কঙ্কণা ৩ বছর চুটিয়ে প্রেম করেন। এরপর বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউড তারকা রণবীর শোরের সাথে। জাঁকজমকপূর্ণ না করে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেন তারা। অল্প কিছুদিনের মধ্যেই ঘর আলো করে আসে একটি পুত্রসন্তান। সবকিছু ভালোভাবেই চলছিলো বলেই ধরে নিয়েছিলো সবাই।