মাথাভাঙ্গা মনিটর: ক্ষমতা থেকে সরে যেতে হচ্ছে অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রী টনি অ্যাবটকে। তার দল মধ্য ডানপন্থী লিবারেল পার্টির নেতৃত্ব নির্বাচনে ম্যালকম টার্নবুলের কাছে পরাজিত হওয়ায় নতুন প্রধানমন্ত্রী বেছে নিতে হবে দেশটিকে। অনেকদিন ধরেই টার্নবুলকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর একজন শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হচ্ছিলো। দলের নেতৃত্ব নির্বাচনে তড়িঘড়ি করে আয়োজিত নির্বাচনে ৪৪ শতাংশ ভোটার অ্যাবটের পক্ষ নিয়েছেন। অপরদিকে টার্নবুল পেয়েছেন ৫৪ শতাংশ ভোট। তবে ম্যালকম টার্নবুল জানিয়েছেন, তিনি মনে করেন বর্তমান পার্লামেন্টকে তার মেয়াদ পূর্ণ করতে দেয়া উচিত। এর ফলে পক্ষান্তরে মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নাকচ করে দিলেন তিনি। অ্যাবটের পর নতুন প্রধানমন্ত্রী ২০১৩ সালের পর চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। এর আগে অ্যাবটের সাথে দেখা করে নতুন করে দলের নেতৃত্ব নির্বাচন করতে অনুরোধ জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ। তখন অবশ্য জয়ের তার জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছিলেন টনি অ্যাবট। গতকাল সোমবার নির্বাচনের আগে টার্নবুল জানান, অর্থনীতির ব্যবস্থাপনা বিষয়ে অ্যাবটের ওপরে আস্থা হারিয়েছেন তিনি। রাজধানী ক্যানবেরায় সংবাদ সম্মেলনে টার্নবুল বলেন, অর্থনীতির বিষয়ে আমাদের জাতিকে যে ধরনের নেতৃত্ব দেয়া দরকার, প্রধানমন্ত্রী তা দিতে আর সক্ষম নন। ব্যবসার জন্য যে ধরনের আস্থার পরিবেশ দরকার তিনি তা দিতেও সক্ষম নন।