কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পানিতে ডুবে মিম (১০) ও ঋতু (৯) নামের দু স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দাড়েরপাড়া গ্রামের শুকচাঁদের মেয়ে দাড়েরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী মিম (১০) ও একই গ্রামের রিয়াজুলের মেয়ে একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ঋতু (৯) পাশ্ববর্তী গৈরির বিলে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুজি করে বেলা ১টার দিকে তাদের লাশ উদ্ধার করে। এ ঘটনায় বর্তমানে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।