স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ফেডারেশনের উষ্ণ অভ্যর্থনা পেলো বাংলাদেশ আরচ্যারী দল। ৫ম কমনওয়েলথ ইয়ুথ গেমস-২০১৫’র আরচ্যারী ডিসিপ্লিনে গোল্ড ও ব্রোঞ্জ মেডেল জয় করায় তাদের অভ্যর্থনা জানানো হয়। গত ৫-১১ সেপ্টেম্বর পর্যন্ত সামোয়ার রাজধানী এ্যাপিয়াতে অনুষ্ঠিত ৫ম কমনওয়েলথ ইয়ুথ গেমস-২০১৫ এর আরচ্যারী ডিসিপ্লিনে আরচ্যারী কোচ জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসেন, আরচ্যার মোহাম্মদ তামিমুল ইসলাম ও নন্দিনী খান সপনা অংশগ্রহণ করেন। মো. তামিমুল ইসলাম রিকার্ভ পুরুষ বিভাগ এককে গোল্ড এবং নন্দিনী খান সপনা রিকার্ভ মহিলা বিভাগ এককে ব্রোঞ্জ মেডেল জয় লাভ করেছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের পক্ষ থেকে তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। এ সময় বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সহ-সভাপতি এম শোয়েব চৌধুরী, জনাব মো. আনিসুর রহমান দিপু, সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল ও কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতি মিসেস কামরুন নাহার ডানা, উপ-মহাসচিব জনাব আশিকুর রহমান মিকু ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক নূর-ই কোমর চৌধুরী, এএফডব্লিউসি, পিএসসি, ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা এবং জাতীয় আরচ্যারী দলের আরচ্যার ও মিডিয়া কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।