মাথাভাঙ্গা মনিটর: পৃথিবী ছেড়ে চলে গেলেন ইয়র্কশায়ার ও ইংল্যান্ড ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ব্রায়ান ক্লোজ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৯৪৯ সালে ১৮ বছর বয়সে টেস্ট অভিষেক ঘটিয়ে ইংল্যান্ডের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হওয়ার রেকর্ড গড়েন তিনি।
১৯৪৯ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত খেলোয়াড়ি জীবনে ২২ টেস্টের মধ্যে সাত ম্যাচে ইংল্যান্ড দলের নেতৃত্ব দেন তিনি। এছাড়া তার নেতৃত্বে ইয়র্কশায়ার চারবার কাউন্টি চ্যাম্পিয়নশীপের শিরোপা জয় করে। খেলোয়াড় জীবনে ব্যাটসম্যান হিসেবে তিনি প্রায় ৩৫ হাজার রান করেন যার মধ্যে সেঞ্চুরি ছিলো ৫২টি। ব্যক্তিগত সর্বোচ্চ ১৯৮ রানের ইনিংস খেলেছেন ক্লোজ। বোলার হিসেবে ১১৬৮ উইকেট শিকার করা ছাড়াও ফিল্ডার হিসেবে ৮শর বেশি ক্যাচ নিয়েছেন তিনি।
ক্লোজের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়ালস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং কাউন্টি দল ইয়র্কশায়ার।