সাতক্ষীরায় গণপিটুনিতে ২ জলদস্যু নিহত

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার শ্যামনগরের পারসেমারি গ্রামে গণপিটুনিতে দু ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- পারসেসমারি গ্রামের ইউনুস আলীর ছেলে হযরত আলী ( ৩০) এবং একই গ্রামের ইয়াকুব গাজির ছেলে ওবায়দুল্লাহ (৩৫)। গ্রামবাসী ও পুলিশ পুলিশের দাবি, নিহতরা চিহ্নিত জলদস্যু। পুলিশ লাশ দুটি উদ্ধার করেছে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক জানান, সুন্দরবনের জলদস্যু নুরী বাহিনীর দুই সদস্য হযরত ও ওবায়দুল্লাহ বহুদিন পর আজ রাতের আঁধারে বাড়িতে ঢোকে। এ খবর জানাজানি হলে গ্রামবাসী তাদের ঘেরাও করে। দস্যুরা গুলি করে জনতাকে প্রতিরোধ করার চেষ্টা করেও ব্যর্থ হয়। গ্রামবাসী তাদেরকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান হযরত ও ওবায়দুল্লাহ ।