জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা হাসাদাহ বাজারে যাত্রী ছাউনী উদ্বোধন করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক মাহ্ফুজুর রহমান মনজু গতকাল সোমবার প্রধান অতিথি হিসেবে এ যাত্রী ছাউনির উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি হাসাদাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও সানফ্লাওয়ার আইডিয়াল স্কুল পরিদর্শন করেন।
চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ হামিম হাসান, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী সামাদুল ইসলাম, এসআই আবুল হাশেম, জালাল উদ্দিন, জীবননগর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, যুবলীগ নেতা সাজ্জাদ বিশ্বাস ও শফিকুল আলম নান্নু, আব্দুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা জেলা পরিষদ ৩ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে এ যাত্রী ছাউনিটি নির্মাণ করে।
যাত্রী ছাউনী উদ্বোধন শেষে জেলা পরিষদ প্রশাসক মাহ্ফুজুর রহমান মনজু হাসাদাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও সানফ্লাওয়ার আইডিয়াল স্কুল পরিদর্শন করেন। দুপুরে জেলা পরিষদ প্রশাসক বালিকা বিদ্যালয়ে গেলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিলকিস আক্তার তাকে স্বাগত জানান। এ সময় তিনি বিদ্যালয়ের খোঁজখবর নেন। পরে তিনি হাসাদাহ সানফ্লাওয়ার আইডিয়াল স্কুলে গেলে স্কুলের অধ্যক্ষ কলিম উদ্দিন তাকে স্বাগত জানান। উপস্থিত ছিলেন- নাসির উদ্দিন, সাজ্জাদ বিশ্বাস, শফিকুল আলম নান্নু, আব্দুল রফিক কাজল, রফিকুল ইসলাম প্রমুখ।
জীবননগর হাসাদাহে যাত্রী ছাউনী উদ্বোধন ও স্কুল পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
