স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ২৫ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। আগামী বৃহস্পতিবার থেকে রাজধানীর ১৯টি ব্যাংকের ২০টি শাখায় এ চকচকে টাকা বিনিময় শুরু হবে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এবারের ঈদে পর্যাপ্ত নতুন টাকার নোট বাজারে ছাড়া হবে। তবে এ সংখ্যা এখনো নির্ধারিত না হলেও তা ২৫ হাজার কোটির আশপাশে থাকবে। আগামী বৃহস্পতিবার থেকে নতুন নোটের বিনিময় শুরু হবে যা চলবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। রাজধানীতে ১৯টি বাণিজ্যিক ব্যাংকের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের মতিঝিলসহ সকল শাখায় নতুন নোট বিনিময় করা হবে। একজন সর্বোচ্চ ৩ হাজার ৭০০ টাকা বিনিময় করতে পারবেন।